Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমরেড নবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


১৫ জানুয়ারি ২০১৮ ২২:২১

স্টাফ করেসপন্ডেন্ট

সিপিবি’র কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড মোহম্মদ নবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, কমরেড মোহাম্মদ নবী ছাত্র অবস্থায় কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ব্রিটিশবিরোধী লড়াই, মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের শোষণ মুক্তির সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগামী। ৭২ এর সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি বিশিষ্ট ভূমিকা রেখেছেন।

“মো. নবী কমিউনিস্ট পার্টির নির্দেশে বিভিন্ন আন্দোলনে পার্টির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিষ্ঠাবান, সদালাপী বলে পরিচিত কমরেড নবী সহজেই অন্যদের আপন করে নিতে পারতেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন।”

বিবৃতিতে তিনি আরও বলেন, কমরেড নবীর মৃত্যুতে দেশ এক প্রগতিশীল নেতাকে হারাল। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সারাবাংলা/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর