Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে নারীকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার


১৯ জানুয়ারি ২০১৯ ২৩:০০

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে ফিরোজ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে। আজ (শনিবার) সকালে গুরুতর জখম অবস্থায় ভুক্তভোগীকে বিরামপুর থানায় নেওয়া হলে উন্নত চিকিৎসা ও মেডিকেল টেস্টের জন্য পুলিশ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগীর বাবা সারাবাংলাকে জানান, বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে ২২ বছর বয়সী কন্যা তার কাছেই থাকেন। শুক্রবার বিকেলে তিনি নানার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথেই সন্ধ্যা নামে। পাশের গ্রামের শাহজাহানের ছেলে শাহীন এবং তার পাঁচ সহযোগী তার মেয়েকে জোর করে লিচু বাগানে নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানেই পাঁচজন মিলে গণধর্ষণের পর গুরুতর জখম অবস্থায় তার মেয়েকে ফেলে রেখে যায়। স্বজনরা খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে লিচু বাগান থেকে তাকে উদ্ধার করে।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, ধর্ষকদের ধরতে পুলিশের বিশেষ দল অভিযান শুরু করেছে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর