নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল ৪ যাত্রীর
২০ জানুয়ারি ২০১৯ ১৩:৩০ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৫:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার যাত্রীর মারা গেছেন। রোববার (২০ জানুয়ারি) উপজেলায় আড়াইহাজার সড়কের বৈরাবেরটেক তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ভোরে সাদা রঙের প্রাইভেটকারে করে (ঢাকা মেট্রো গ ১৫-৫৪৮৩) চার যাত্রী ঢাকা থেকে আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার বড় ফাউসা এলাকার ইভু বাবুর্চির ছেলে রিপন (৩২), বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), মাউরাদি এলাকার কাদেম আলী মোক্তারের ছেলে শহীদুল্লাহ মোক্তার (৪৫) এবং ফাউসা এলাকার জহর আলীর ছেলে রাজু (৪০)। শহীদুল্লাহ মোক্তার (৪৫) ব্রাহ্মণদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/জেডএফ/এটি