চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
২০ জানুয়ারি ২০১৯ ১৪:২৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তৈয়বা খাতুনকে (২৪) নগরীর বাকলিয়া থানার মেরিনার্স রোড থেকে এবং ফাতেমা বেগমকে (৩৭) কোতেয়ালী থানার স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ সারাবাংলাকে জানান, তৈয়বা খাতুনের কাছে আড়াই হাজার পিস এবং ফাতেমার কাছে ৫শ’ পিস ইয়াবা পাওয়া গেছে। কক্সবাজার সীমান্ত দিয়ে ২০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে তৈয়বা ও ফাতেমার পরিবার। তৈয়বা পরিবার নিয়ে টেকনাফের লেদা এলাকায় এবং ফাতেমা উখিয়া উপজেলার হোয়াইক্যং গ্রামে বর্তমানে বসবাস করছে। দু‘জনের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।
সারাবাংলা/আরডি/এটি