Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: ২ জনের মরদেহ উদ্ধার


২০ জানুয়ারি ২০১৯ ১৫:০২ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৫:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনার ছয় দিন পর নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে গজারিয়া লঞ্চঘাট এলাকার কাছে এক যুবক (৩০) ও দুপুর পৌনে ১২টায় চাঁদপুরের মতলবের মেঘনা নদীতে আরেকজনের মৃরদেহ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এসআই আসাদ আলী জানান, সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে উদ্ধারকারী দল। নিখোঁজদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করবে। নিখোঁজদের সন্ধানে মেঘনায় এখনও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: মেঘনায় ট্রলার ডুবি: মালিক ও চালকের নামে মামলা

এর আগে শুক্রবার রাতে গজারিয়া থানায় ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির দেওয়ান, সারেং হাবিব ও দুর্ঘটনায় জড়িত তেলের ট্যাংকারের চালককে আসামি করে মামলা করেছে দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী শাহ আলম।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জ অংশের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে আজ চাঁদপুর অংশে অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি ভোররাত ৩টার দিকে চাঁদপুরের মতলব উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সীমান্তবর্তী কালিপুরা এলাকাসংলগ্ন মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকারের ধাক্কায় ৩৪ শ্রমিক নিয়ে ডুবে যায় মাটিবোঝাই ট্রলারটি। ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন ২০ শ্রমিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

মেঘনায় ডোবা ট্রলারের খোঁজে নৌবাহিনী, উদ্ধার হয়নি নিখোঁজরা

মেঘনায় ট্রলার ডুবি: ২০ শ্রমিক এখনো নিখোঁজ

ট্রলারডুবি মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর