Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএন‌পির কার‌ণেই তা‌দের রাজ‌নৈ‌তিক বিপর্যয়: হাছান মাহমুদ


২০ জানুয়ারি ২০১৯ ১৬:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

নিজেদের কারণেই বিএনপির রাজনৈতিক বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে বিএনপি জনগণের জন্য রাজনীতি করেনি। তারা নিজেদের ইস্যু নিয়ে ব্যস্ত ছিল। তারা এই কয়েক বছরে খালেদা জিয়ার মুক্তি, দণ্ডিত আসামি তারেক রহমানকে দে‌শে ফেরানো, নিরপেক্ষ সরকার এসব ইস্যু নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এগুলো জনকল্যাণভিত্তিক বা জনগণের বিষয় নয়।’

হাছান মাহমুদ বলেন, ‘যে দলটি নিজেদের স্বার্থে রাজনীতি করেছে তারা জনগণের ভালোবাসা পেতে পারে না। তারা এসব স্বার্থসিদ্ধির জন্য পেট্রোল বোমা হামলাসহ আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।’

বিজ্ঞাপন

‌তি‌নি আরও ব‌লেন, ‘আমরা শক্ত বি‌রোধী দল চাই কিন্তু সরকার বা কেউ তো শক্ত বি‌রোধী দল বানা‌তে সাহায্য কর‌বে না। নি‌জে‌দেরকেই তা হতে হ‌বে। বিএনপি জনবি‌চ্ছিন্ন হওয়ায় তা হ‌তে পার‌ছে না।’

সারাবাংলা/এমএমএইচ/এনএইচ

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর