Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকির নায়েকের সম্পত্তি জব্দের নির্দেশ


২০ জানুয়ারি ২০১৯ ১৭:০৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইসলামী বক্তা জাকির নায়েকের ১৬.৪ কোটি রুপি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। খবর দ্য হিন্দুস্থান টাইমসের।

রোববার (২০ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুসারে এই আদেশ দেওয়া হয়েছে।

ইডি জানায়, ভারতে জাকির নায়েক ও তার পরিবারের সদস্যরা অবৈধ আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। মুম্বাইয়ের ফাতিমা হাইটস, আফিয়া হাইটসসহ ভান্ডুপ এলাকার একটি বেনামি প্রজেক্টে তাদের বিনিয়োগ রয়েছে। তদন্ত করে এসবের প্রমাণ পাওয়া গেছে।

অর্থের অবৈধ হিসেব লুকাতে, জাকির নায়েকের অ্যাকাউন্ট থেকে তার স্ত্রী, পুত্র ও আত্মীয়দের অ্যাকাউন্টে অর্থ পাচার করা হয় বলে জানানো হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ বিষয়ে তদন্ত পরিচালনা করে। এনআইএ জানায়, জাকির নায়েক স্বপ্রণোদিত হয়ে, হিন্দু, খ্রিস্টান, শিয়া, সুফিদের বিশ্বাসের অবমাননা করে থাকেন।

মালয়েশিয়ায় নির্বাসনে যাওয়া জাকির নায়েককে হস্তান্তরের আবেদন জানিয়েছে ভারত। দেশদুটির মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তবে মালয়েশিয়া জানায়, নায়েককে হস্তান্তরের আগে তারা সবদিক বিবেচনা করবে।

সারাবাংলা/এনএইচ

জাকির নায়েক সম্পত্তি জব্দ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর