Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোতে আন্দোলনের ডাক বিরোধী দলের


২০ জানুয়ারি ২০১৯ ১৭:৫০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সাংবিধানিক আদালতের রায়ে পরাজিত ঘোষণার পর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিরোধী নেতা মার্টিন ফাইলো তার সমর্থকের উদ্দেশে অহিংস আন্দোলনের ডাক দিয়েছেন।

ফাইলোর অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে ‘ক্ষমতার ভাগাভাগি’ চুক্তিতে ক্ষমতায় বসছেন ফেলিক্স তাসহিসখেদি। তবে ফেলিক্স ও তার সমর্থকরা তা অস্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ৩৮.৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন ফেলিক্স। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্টিন ফাইলো পান ৩৪.৭ শতাংশ ভোট। অপরদিকে, ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের প্রার্থী এমানুয়েল শাডারে ২৩.৮ শতাংশ ভোট লাভ করেন।

নির্বাচন কমিশনের এই রায়ের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে আপিল করেন মার্টিন ফাইলো। তবে শনিবার (২০ জানুয়ারি) আদালত পুনরায় ফেলিক্স তাসহিসখেদিকেই বিজয়ী বলে ঘোষণা করা।

সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মার্টিন ফাইলো বলেন, ক্ষমতাসীনরা সাংবিধানিক আদালত, কঙ্গোর জনগণ, আফ্রিকান ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায় সবাইকে ‘কলা’ দেখিয়েছে। তাই সমর্থকদের সম্মিলিত হয়ে ‘অহিংস’ আন্দোলন করতে হবে।

উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কঙ্গোতে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। আফ্রিকান ইউনিয়ন বলছে, কঙ্গোর নির্বাচন নিয়ে বির্তকের সুযোগ রয়েছে।

সারাবাংলা/এনএইচ

কঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর