Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিরাগতদের ঢাবি’র হল ছাড়ার নির্দেশ


২০ জানুয়ারি ২০১৯ ১৯:১৪

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বহিরাগত এবং সাবেক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার (২০ জানুয়ারি) হলগুলোতে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। এর আগে শনিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, “আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যে সকল ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো এবং অছাত্র ও বহিরাগত ব্যক্তি কারো কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, এই সিদ্ধান্ত আগেও হয়েছিল। নোটিশ পেয়েও যারা সিট ছাড়বে না তাদের বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।

সারাবাংলা/কেকে/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর