Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃত্তি পেল ঢাবির ভূগোল বিভাগের দুই শিক্ষার্থী


২০ জানুয়ারি ২০১৯ ১৯:২৮

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: বিএস সম্মান পরীক্ষায় ২০১৭ সালে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের দুই শিক্ষার্থীকে ‘এ কিউ এম মহিউদ্দিন মোমোরিয়াল বৃত্তি’ দেওয়া হয়েছে। এরা হলেন, নিশাত তাসনিম কাকন ও মো. আমজাদ হোসেন।

রোববার (২০ জানুয়ারি) উপাচার্য লাউঞ্জে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেজওয়ান হোসেন ভূইয়া, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রয়াত এ কিউ এম মহিউদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সারাবাংলা/কেকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর