বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মী খুন
২১ জানুয়ারি ২০১৯ ১২:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৩:১৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বারিধারা জে-ব্লকে যমুনা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।
সোমবার (২১ জানুয়ারি) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে অন্য নিরাপত্তাকর্মী শামীমকে বদলি দিতে এসে দেখে বুথের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শামীম। সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে বারিধারা এলাকাতেই থাকতো।
তিনি বলেন, ঘটনা শুনে পুলিশ সেখানে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এমআই