সারাবাংলা’য় খবর প্রকাশের পর অরিত্রীর ছোটবোন স্কুলে ভর্তি
২১ জানুয়ারি ২০১৯ ১৩:৫১
।। উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: অনলাইন পোর্টাল সারাবাংলা ডটনেটে খবর প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর ছোটবোন ঐন্দ্রিলা অধিকারী ঢাকার একটি স্কুলে ভর্তি হতে পেরেছে। ঐন্দ্রিলা অধিকারী ভিকারুননিসা নূন স্কুলে এবার অষ্টম শ্রেণিতে ভর্তির কথা ছিল। কিন্তু বড়বোনের আত্মহত্যার জেরে ছোটবোন ওই স্কুলে আর পড়বে না বলে পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়।
এ নিয়ে গত ৯ ডিসেম্বর রাজধানীর অন্যকোনো স্কুলে ছোট মেয়েকে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কাছে একটি আবেদন করেন বাবা দিলীপ অধিকারী। দীর্ঘদিন মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের দ্বারে দ্বারে ঘুরেও মেয়েকে ভর্তি করাতে পারেননি। নতুন বছরে দেশের সকল শিক্ষার্থী যখন স্কুলে গিয়ে পড়াশোনায় ব্যস্ত তখন একমাত্র ছোটমেয়ে ঐন্দ্রিলা অধিকারী বাসায় বসে সময় পার করছেন। মেয়ের শিক্ষাজীবন ধ্বংসের দিকে যেতে দেখে বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরও পড়ুন; টিসি দিক, নইলে ঢাকা শহর ছেড়ে চলে যাব
মেয়ের স্কুলে ভর্তি হতে না পারা বিষয়ে বাবা-মায়ের উদ্বিগ্নতা নিয়ে গত ১৬ জানুয়ারি সারাবাংলা ডটনেটে ‘টিসি দিক, নইলে ঢাকা শহর ছেড়ে চলে যাব’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়।
১৬ জানুয়ারি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) খলিলুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আরেকটু চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে নিতে হবে।’ আসলে কী অবস্থায় আছে ঠিক জানা নেই। তবে সমস্যার সমাধান অবশ্যই হবে বলেও তিনি জানান।
মেয়েকে রাজধানীর একটি স্কুলে ভর্তি করাতে পেরে খুব খুশি অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ও মা বিউটি অধিকারী। তিনি নিজেই সারাবাংলা অফিসে ফোন করেন। সারাবাংলা ডটনেটের প্রতি ধন্যবাদ জানিয়ে দিলীপ অধিকারী বলেন, ‘মেয়েকে ভর্তি করাতে পেরে পরিবারের আমরা সবাই খুশি। সারাবাংলার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেয়ের জন্য আপনারা খবর প্রকাশ করেছেন। খবর প্রকাশের পর আমাকে শিক্ষাবোর্ড থেকে ফোন করা হয়। মাত্র তিনদিনের মাথায় আমার মেয়েকে ভর্তি করা হলো। আমরা যে স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিলাম সেই স্কুলে না হলেও অন্য যে স্কুলে হয়েছে আমরা তাতেই খুশি।’
অরিত্রীর বাবা আরও বলেন, ‘ভিকারুননিসা থেকে টিসি দেওয়া লাগেনি। শিক্ষাবোর্ডের মাধ্যমে মেয়েকে ভর্তি করানো হয়েছে। তবে ভিকারুননিসা নূন স্কুলের সংশ্লিষ্টরা অন্য স্কুলে ভর্তির বিষয়টি জানেন। মেয়ের ভর্তির ফলে আমাদের আর রাজধানী ছেড়ে যেতে হলো না। । মেয়ের ভর্তির ব্যবস্থা না হলে, রাগে ক্ষোভে সত্যিই আমরা রাজধানী ছেড়ে চলে যেতাম।’
অরিত্রীর ছোটবোন ঐন্দ্রিলার স্কুলে ভর্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের উপসচিব খলিলুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সেদিন আপনাদের ফোন পাওয়ার পরপরই বিষয়টি চেয়ারম্যান স্যারকে অবহিত করা হয়। এরপর মাঝখানে শুক্র ও শনিবার থাকায় কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। গতকাল রোববার চেয়ারম্যান স্যারের নির্দেশে সবকিছু কমপ্লিট করে আজ সোমবার চূড়ান্তভাবে রাজধানীর একটি স্কুলে অরিত্রীর ছোটবোন ঐন্দ্রিলাকে ভর্তি করানো হয়। কারও শিক্ষা জীবন নষ্ট হোক এটা কেউই চায় না, আমরাও চাই না।’
জাতীয় নির্বাচন থাকায় ঐন্দ্রিলার বিষয়টি নিয়ে দেরি হয়ে গেছে। তবে আরেকটু চেষ্টা করলে কিছুদিন আগেই ভর্তি করানো যেত বলে মন্তব্য করেন তিনি।
ঐন্দ্রিলাকে সহপাঠীরা চিনবে, দূর থেকে দেখিয়ে দেবে ওই যে অরিত্রীর বোন। এই আশঙ্কায় মেয়েকে ভিকারুননিসা নূন স্কুলে রাখতে চাননি বাবা দিলীপ অধিকারী। এছাড়া যে স্কুলে ঐন্দ্রিলা নতুন ভর্তি হয়েছে বিড়ম্বনা এড়াতে সে স্কুলের নাম গণমাধ্যমে প্রকাশ করতে চাননি ঐন্দ্রিলার বাবা। তাই আমরা ঐন্দ্রিলার স্কুলের নাম প্রকাশ থেকে বিরত থেকেছি। – বার্তা সম্পাদক
সারাবাংলা/ইউজে/একে
আরও পড়ুন
ক্ষমা চাইলেন ভিকারুননিসার অধ্যক্ষ
শান্তিনগরে ভিকারুননিসা শিক্ষার্থীর আত্মহত্যা
তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা, তদন্তে ৩ কমিটি
ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষার্থীর আত্মহত্যা, এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ
বুধবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের
অরিত্রীকে আমরা ভুলে যাব
শিক্ষার্থীদের মানসিকতা আমরা বুঝছি না