Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চরের মানুষের জীবনমান উন্নয়নে নীতিমালা ও ফান্ড জরুরি’


২১ জানুয়ারি ২০১৯ ১৪:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চরের মানুষের জীবনমান উন্নয়নে চর নীতিমালা, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও ফান্ড গঠন জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনরা। সোমবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সমুন্নয় ও ন্যাশনাল চর অ্যালায়েন্স’ আয়োজিত নতুন সরকারের কাছে চরের মানুষের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা একথা বলেন।

সংবাদ সম্মেলনে জিটিভি ও সারাবাংলা ডটনেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘চরের মানুষেরা প্রান্তিকের চেয়ে প্রান্তিক মানুষ। গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। এজন্য আমাদের অনুসন্ধানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু একটা করা দরকার। সাংবাদিকরা নিজেরা উদ্যোগ নিয়ে চরের মানুষের জন্য কিছু করছি কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এজন্য গণমাধ্যম অনুসন্ধানী ও ব্যাখ্যামূলক সংবাদ করে সরকারের দৃষ্টি আকষর্ণ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের উচিত প্রান্তিক মানুষগুলোর পাশে থাকা। তাদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষার সমস্যাগুলো তুলে ধরা। চর বিরাট সম্পদের জায়গা। চর অঞ্চলে অথর্নৈতিক সম্ভাবনা রয়েছে। এজন্য চর নীতিমালা, চরের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ ও চর অঞ্চলের মানুষের উন্নয়নে ফান্ড গঠন করা জরুরি। আমরা আশা করি বতর্মান সরকার চরের মানুষের জীবনমান উন্নয়নে অবশ্যই এগিয়ে আসবে।’

ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমান বলেন, ‘সরকারের নানা কমর্সূচি ও পদক্ষেপের পরিধি বাড়লেও দেশের চরাঞ্চলে বসবাসরত ১ কোটি মানুষের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। উল্টো জাতীয় বাজেটে প্রতি বছর বরাদ্দ দেওয়া হলেও বরাদ্দকৃত টাকা ফেরত যাচ্ছে। এজন্য চরাঞ্চলের জন্য উন্নয়ন ফান্ড গঠন অতি জরুরি। আর এটি গঠন করা হলে চরের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মোট ভূমির প্রায় ১০ শতাংশ চরভূমি দেশের প্রায় ৩২টি জেলার ১০০ উপজেলার অংশজুড়ে বিস্তৃত। নদী ভাঙ্গন, বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চরের মানুষদের বেঁচে থাকতে হচ্ছে। তাই তাদের টেকসই উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট উন্নয়ন প্রকল্প গ্রহন করতে হবে। একই সঙ্গে চরের মানুষের উন্নয়নে চর নীতিমালা প্রণয়ন করতে হবে।’

ন্যাশনাল চর অ্যালায়েন্সের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘চরের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ে একটি চর ফাউন্ডেশন গঠন করা খুবই দরকার। চরের মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য সরকারকে সুনির্দিষ্ট উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও কমর্সংস্থানের ব্যবস্থা থাকবে। এছাড়া বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এগুলো হলে চরের মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’

তিনি আরও বলেন, ‘চরের মানুষের মানব উন্নয়ন সূচক নিধার্রণ করতে হবে। চরের মানুষ এক সময় হলেও জাতির ভাগ্যন্নয়নে আসবে। এজন্য সরকারকে এখনি পরিকল্পনা নিতে হবে। কেননা চরে অথর্নৈতিকখাতে অবদান রাখার অনেক সম্ভাবনা আছে। আমরা সকল সেক্টরে এগিয়ে যাচ্ছি। তাহলে চরাঞ্চলের মানুষ কেন পিছিয়ে থাকবে। আমরা আশাবাদী প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত একটা ব্যবস্থা নেবেন।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ম্যানেজার মেহেরাব উল গণি, ফ্রেন্ডশিপের পরিচালক মো. কামাল উদ্দিন, ওয়াটার এইডের অ্যাডভোকেসি কর্মকর্তা রঞ্জন কুমার ঘোষ।

সারাবাংলা/এসজে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর