নোয়াখালীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু
২১ জানুয়ারি ২০১৯ ১৭:০২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস পেছন থেকে চাপা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম নূর নাহার আক্তার লাভলি (২৮)। তিনি লালপুর গ্রামের বাসিন্দা। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।
আহতরা হলেন নাজিমুল হক নাজিম ও জামাল হোসেন। এদের মধ্যে জামাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনী-লাকসাম বাইপাস সড়কের মিরওয়ারিশপুরের রাশেদিয়া মাদ্রসার সামনে ঢাকা থেকে জেলা শহর মাইজদীগামী হিমাচল পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশার এক যাত্রীর। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ।
সারাবাংলা/এসএমএন