Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালগুলো হচ্ছে ঢাকার প্রাণ: সাঈদ খোকন


২১ জানুয়ারি ২০১৯ ১৭:০৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ২৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর সব খাল দখলমুক্ত করার ইচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, খালগুলো হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির ধারা চালু করতে চাই।

সোমবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর ধোলাইপাড়ে কুতুবখালী খাল পরিচ্ছন্নতা কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।

মেয়র বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের মধ্যে ৭৪ কিলোমিটারের ওপর থেকে ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ কাজ করছে জানিয়ে সাঈদ খোকন বলেন, খাল দিয়ে যেন জলযান চলতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।

বিজ্ঞাপন

দখলদারদের উদ্দেশ্যে এসময় মেয়র বলেন, খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক বা যে দলেরই হোক না কেন কাউকেই এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।

ঢাকার খাল দখলমুক্ত করার অংশ হিসেবে মেয়র খোকন আজ কুতুবখালী খালের ধোলাইপাড় অংশে পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো: জাহিদ হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএ/এনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর