Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবার টাকা নিয়ে দুই গ্রুপে গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ


২১ জানুয়ারি ২০১৯ ১৯:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. ইসমাঈল (২৯) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার নয়াপাড়া মুছনী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. ইসমাঈল নয়াপাড়া মুছনী রোহিঙ্গা শিবিরের এইচ-ব্লকের আবু সুলতানের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে ইসমাঈল নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

তবে ইসমাঈলের ছোট বোন রুবিনা জানান, এক হত্যা মামলার সাক্ষী হওয়ায় ডাকাত সরদার সাদেকের লোকজন তাকে গুলি করেছে। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর