Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ


২১ জানুয়ারি ২০১৯ ২১:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ : ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরশ প্রাইভেট হাসপাতালের তিন পরিচালককে আটক করেছে পুলিশ।

রোববার (২০ জানুয়ারি) রাতে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার (২১ জানুয়ারি) হাসপাতালের তিন পরিচালক রেজাউল করিম মুরাদ, আজাহার মাহমুদ জুয়েল ও আশরাফুর রহমান রনিসকে আটক করা হয়।

নবজাতকের বাবা পোশাক শ্রমিক হারুন অর রশিদ জানান, রোববার সকাল থেকেই তার স্ত্রী জান্নাত বেগমের প্রসব বেদনা শুরু হয়। রাত ১১টার দিকে প্রচন্ড ব্যথা নিয়ে তাকে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোডের পরশ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। কথা হয় অস্ত্রোপচারসহ সব মিলিয়ে ১৬ হাজার টাকা দিতে হবে। তবে কোনোরকম পরীক্ষা নীরিক্ষা না করেই রাত ১২টার দিকে অস্ত্রোপচার করা হয়।

হারুন অর রশিদের অভিযোগ, এর আধা ঘণ্টা পরেই একটি মৃত নবজাতক তুলে দেওয়া হয় তাদের হাতে। শিশুটির পিঠে ও গালে কাটার চিহ্ন ছিল। তারা ধারণা করছেন, সিজার করার সময় ব্লেডের আঘাতে শিশুটির একাধিক স্থানে কেটে যায়। যার কারণে রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় তার নবজাতকের মৃত্যু হয়েছে অভিযোগ করে তিনি এই দৃষ্টান্তমূলক বিচার চান।

তবে পরশ প্রাইভেট হাসপাতালের পরিচালক রেজাউল কবির মুরাদ জানান, প্রচণ্ড ব্যাথা নিয়ে জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বর্তির আগেই পেটের ভেতর শিশুটির মৃত্যু হয়েছিল বলে দাবি তার। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসক মৃত শিশু বের করে আনেন, হাসপাতাল কর্তৃপক্ষের কোন অবহেলা নেই বলেও দাবি তার।

বিজ্ঞাপন

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রউফ জানান, পরশ প্রাইভেট হাসপাতালের সরকারি কোন রেজিস্ট্রেশন নেই। অবৈধভাবে এটি কার্যক্রম চালিয়ে আসছিল। তবে নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোন অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিবারের অভিযোগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুরুল আলম জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রাইভেট হাসপাতালের তিন পরিচালককে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএমএন

নবজাতকের মৃত্যু পরশ প্রাইভেট হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর