Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যসেবা সকলের জন্য সহজলভ্য করবে সরকার : হাছিনা গাজী


২১ জানুয়ারি ২০১৯ ২২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়নগঞ্জের রূপগঞ্জে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার সিটি ল্যাব মেডিকেল সার্ভিসেস। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাবো পৌর বাজার এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখ, দাঁত, শরীরের বিভিন্ন অংশের রোগ শনাক্ত ও রিপোর্ট দেওয়ার অঙ্গীকার করেছে নতুন এই প্রতিষ্ঠানটি।

সিটি ল্যাব মেডিকেল সার্ভিসেস এর বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ক আলোচনা শেষে কেক ও ফিতা কেটে উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানটি বিভিন্ন যন্ত্র পরিদর্শন করেন হাছিনা গাজী।

বিজ্ঞাপন

হাসিনা গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দেশ‌কে এগিয়ে নি‌তে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা সকলের জন্য সহজলভ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’

সিটি ল্যাব মেডিক্যাল সার্ভিসেসের চেয়ারম্যান নিজাম উদ্দীন খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুইয়া, নারায়নগঞ্জ পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান, তারাব পৌরসভার প্যানেল মেয়র আমির হোসেন , সিটি ল্যাব মেডিক্যাল সার্ভিসেসর ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভুইয়া, নুর আলম ভুইয়াসহ অনেকে।

সারাবাংলা/এসএমএন

সিটি ল্যাব মেডিকেল সার্ভিসেস হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর