Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে সন্দেহ করেই বোরকা পরে কলেজে প্রবেশ সেই যুবকের


২১ জানুয়ারি ২০১৯ ২২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: জেলার আনন্দমোহন কলেজে স্ত্রীকে সন্দেহ করে বোরকা পরে প্রবেশ করেছিল মাহমুদুল। স্থানীয় পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই সে জানায় বলে নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল।

এর আগে, সোমবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে বোরকা পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মাহমুদুলকে আটক করে শিক্ষার্থীরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মাহমুদুল নিজেই স্বীকার করেন, স্ত্রীকে সন্দেহ করেই বোরকা পরে তার গতিবিধি দেখতে কলেজে গিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: আনন্দমোহন কলেজে বোরকা পরা যুবক আটক

বিজ্ঞাপন

সাত বছরের বিবাহিত সম্পর্কের কথা জানিয়ে মাহমুদুল বলেন, একটি মোবাইল কল থেকে সন্দেহের সূত্রপাত। স্ত্রী কলেজে কি করে, কার সঙ্গে কথা বলে তা জানতে নজরদারি করার চেষ্টা করেন তিনি।

মাস্টার্সের মৌখিক পরীক্ষা দিতে আনন্দমোহন কলেজে আসে তার স্ত্রী। কলেজের গেটে স্ত্রীকে রেখে তিনি দোকান থেকে বোরকা কিনে পুনরায় ক্যাম্পাসে আসেন। তবে পুরুষ শৌচাগারে প্রবেশ করেন বোরকা পরিহিত নারী বেশে। শৌচাগার থেকে নারী ছদ্মবেশে বের হতে দেখে শিক্ষার্থীদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ স্বামী ও স্ত্রী দুজনকেই থানাতে নিয়ে যায়।

পুলিশ জানায়, মাহমুদুল হাসানের বাড়ি শেরপুর জেলায় । তিনি জামালপুরের আইবিএ কলেজে করণিক পদে চাকরি করেন।

এ ঘটনায় তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর