Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাট প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু


২১ জানুয়ারি ২০১৯ ২২:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি পাট প্রক্রিয়াজাতকরণ কারখানায় হাইড্রলিক প্রেসার পাইপ বিস্ফোরিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে বন্দরের জামাল জুট বেলিং সংলগ্ন বুলবুল ট্রেডার্স প্রেস হাউজে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৩৫)। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

কারখানার অন্য শ্রমিকরা জানান, বাচ্চু মিয়ার মালাকানাধীন বুলবুল ট্রের্ডাসের প্রেস হাউজে পাটের বেলিং (প্রক্রিয়াজাতকরণের এই অংশ) করার সময় হাইড্রলিক প্রেসের প্রেসার পাইপ বিস্ফোরণ হয়ে শ্রমিক মোহাম্মদ আলী উপরে পড়ে। এসময় তিনি কোমর, মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। দ্রুত তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে মর্গে পাঠায়।

নিহত মোহাম্মদ আলী শরিয়তপুর জেলার সখিপুর থানার তারা বুনিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি বন্দরের কবিলের মোড় এলাকার রইস উদ্দিন হিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সারাবাংলা/এসএমএন

নারায়ণগঞ্জ হাইড্রলিক প্রেসার পাইপ

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর