Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় গোলাগুলিতে ছিনতাই চক্রের প্রধান গ্রেফতার, পুলিশ সদস্য আহত


২২ জানুয়ারি ২০১৯ ০৩:২৪

।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।। 

বগুড়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে জুয়েল (৩৮) নামের এক ব্যক্তিকে আহতাবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছিনতাই চক্রের প্রধান বলে জানিয়েন পুলিশ। এ ঘটনায় আছমত আলী নামের গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন সদস্যও আহত হয়েছেন। তিনি পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২০ জানুযারি) দিনগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ জুয়েল ছিনতাই চক্রের প্রধান। সে ২৫ লাখ টাকা ছিনতাই সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার আসামী এবং তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। সে ওই গ্রামের মৃত আয়েজ ফকিরের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং ৩.৩ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

আহত জুয়েলের স্বীকারোক্তিতে পুলিশ তার বাড়ি থেকে ছিনতাইয়ের ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। সে বর্তমানে পুলিশ প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত ১০ জানুয়ারি ফজলুর রহমান নামে এক ব্যবসায়ী বগুড়া এবং মহাস্থানে ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পোন ৬টার দিকে তিনি মশলা গবেষণা কেন্দ্র অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত ৩টি মোটর সাইকেল নিয়ে তার পথরোধ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ঘটনায় সেদিন শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের (নং ২১) হয়।

ওসি আরও জানান, মামলার এজাহারে কারও নাম না থাকলেও তদন্তে উপজেলার বিহার পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়েজ ফকিরের ছেলে জুয়েলের সম্পৃক্তার প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, জুয়েলের নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র দুইমাস আগে অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল।

বিজ্ঞাপন

বগুড়ায় পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সনাতন চক্রবর্তী জানান, শিবগঞ্জ থানার ছিনতাই মামলায় আটক ইয়াছিন নামে এক আসামী গত ২০ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী জড়িত আসামীকে গ্রেফতার এবং লুট করা টাকা উদ্ধারের জন্য বগুড়া ডিবি পুলিশের ওসির নেতৃত্বে একদল পুলিশ রোববার দিবাগত রাত ১টার দিকে বিহার পশ্চিমপাড়ায় যায়। তারা জনৈক হাফিজুর রহমানের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাই চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও শর্টগান থেকে পাল্টা গুলি চালায়। ১২ রাউন্ড গুলি ছোঁড়ার পর চক্রটি ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার হাতে একটি ওয়ানশুটার গান এবং ৩.৩ রাইফেলের তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে গত ১০ তারিখের মশলা গবেষণা কেন্দ্রের সামনের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করে। পরে জুয়েলের দেওয়া তথ্য মতে, তার বাড়ি থেকে ছিনতাইকৃত টাকার ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় আছমত আলী নামের ডিবি’র এক কন্সটেবল আহত হয়েছেন। তাকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া আসামীদের ধরতে অভিযানও অব্যাহত রয়েছে। বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/এএইচএম/এসএইচ/আরএসও

বগুড়ায় গোলাগুলি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর