Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিচয়ে প্রতারণা, অস্ত্রসহ গ্রেফতার ৩


২২ জানুয়ারি ২০১৯ ১৬:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর: জেলার হাতিয়াব থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান-১ (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল, দেশীয় কুড়াল ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

র‍্যাব-১ পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। অস্ত্র নিয়ে মাইক্রোবাসযোগে এ কার্যক্রম পরিচালনা করত প্রতারণাকারী চক্রের সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’

সারাবাংলা/এসবি

গাজীপুর ডিবি পরিচয়ে প্রতারণাকারী র‍্যাব