Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম ওয়েজ বোর্ডের কাজ শুরু হয়ে গেছে: তথ্যমন্ত্রী


২২ জানুয়ারি ২০১৯ ১৯:৪২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বর্তমান সরকার গণমাধ্যমের জন্য আন্তরিক উল্লেখ করে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। নবম ওয়েজ বোর্ডের জন্য কাজ শুরু হয়ে গেছে।’ মঙ্গলবার (২২ জানুয়ারি) নিজ দফতরে নবম ওয়েজ বোর্ডে বাস্তবায়নের বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ সাধিত হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এরসঙ্গে গণমাধ্যমকর্মী সংখ্যাও বিপুল পরিমাণে বেড়েছে। নবম ওয়েজবোর্ডের মাধ্যমে সংবাদপত্র মাধ্যমে কর্মরত সবাই যেন উপকৃত হন, সেটিই এ সরকারের লক্ষ্য। টেলিভিশন মাধ্যমে কর্মরতদের ওয়েজবোর্ডে অন্তর্ভুক্তির সম্ভাবনার বিষয়টিও আমরা আলোচনায় রেখেছি।’

তথ্যমন্ত্রী বলেন,  ‘দেশে ত্রিশটি টিভি চ্যানেলে সম্প্রচারে আছে। আরও কিছু চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।’

ওয়েজবোর্ড কমিটির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গঠিত সাত সদস্যের এই কমিটি দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। ওয়েজবোর্ড সংক্রান্ত নতুন মন্ত্রিসভা কমিটির গেজেট প্রকাশের পর আজকের সভায় আলোচিত বিষয়গুলো কমিটির কাছে উত্থাপন করা হবে।’

তথ্যসচিব আবদুল মালেকের সঞ্চালনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সংগঠনদ্বয়ের সাধারণ সম্পাদক যথাক্রমে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, মহাসচিব মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব মো. কামাল উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এইচএ/এমএইচ/এমএনএইচ

তথ্যমন্ত্রণালয় মন্ত্রিসভা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর