Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের পরিকল্পনা তুরস্কের


২২ জানুয়ারি ২০১৯ ১৯:০২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত চালু করার পরিকল্পনা করছে তুরস্ক। সোমবার (২১ জানুয়ারি) ইস্তাম্বুলে এক বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

কাভুসগলু বলেন, সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তাদের তদন্তে পাওয়া কোন তথ্য আমাদের প্রদান করেনি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খুন হন খাশোগি। তুর্কি গোয়েন্দারা জানিয়েছে, তাকে হত্যার নির্দেশ দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ। প্রথম কয়েক সপ্তাহ এই হত্যাকাণ্ডে কোন সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেও পরবর্তীতে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করে সৌদি আরব। তাদের দাবি, এক গোয়েন্দা শীর্ষ কর্মকর্তার তত্ত্বাবধায়নে পরিচালিত অভিযানে খাশোগিকে হত্যা করা হয়েছে। এতে সৌদি কর্তৃপক্ষ জড়িত ছিল না।

আরও পড়ুন: খাশোগি হত্যাকাণ্ডে সৌদি বিচারকার্য পর্যাপ্ত নয়: জাতিসংঘ

তুরস্কের দাবি, খাশোগির হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত ছিল।

কাভুসগলু বলেন, আমাদের তদন্তের কারণে খাশোগির হত্যাকাণ্ডের দায়ভার স্বীকার করতে বাধ্য হয়েছে সৌদি আরব।

এ সময় তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি খাশোগির হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগ আনেন।

তিনি বলেন, আমরা দেখেছি, যারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে, তারা কিভাবে অর্থ দেখার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগামী কয়েকদিনের মধ্যে এই ঘটনায় একটি আন্তর্জাতিক তদন্ত চালু করার প্রস্তুতি নিয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর