ফরিদগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ লোকমান আহমেদ মারা গেছেন
২২ জানুয়ারি ২০১৯ ১৮:৪৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
চাঁদপুর: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ‘প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ লোকমান আহমেদ তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায়, রাজধানীর সিরাজুল হক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
লোকমান আহম্মেদের পরিবার সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি ১৯৭১ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ ৩৬ বছর একটানা উক্ত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুরহুম লোকমান আহম্মেদ তালুকদারের প্রথম জানাজা ২২ জানুয়ারি রামপুরা মহানগর প্রজেক্টে বাদ আসরে অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি সকাল ৯টায় চাঁদপুর প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সারাবাংলা/এমএইচ