Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমেক মেডিসিন ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


২২ জানুয়ারি ২০১৯ ২১:১৭

।। রমেক করেসপন্ডেন্ট ।।

রংপুর মেডিকেল কলেজের (রমেক) মেডিসিন ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে সোমবার (২১ জানুয়ারি)। ১৯ বছর আগের এই দিনটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল এই ক্লাব।

সোমবার বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় মেডিসিন ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালা। এসব আয়োজনের সূচনা করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুর ইসলাম। পরে তিনি এক আলোচনা সভায় অংশ নেন।

মেডিসিন ক্লাবের কার্যক্রমের প্রশংসা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অধ্যক্ষ নূর ইসলাম বলেন, ‘চিকিৎসা সেবার পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। মানুষ হিসেবে যেকোনো সংবেদনশীল কাজে আমাদের সাড়া দেওয়াটাই সহজাত প্রবণতা। আজ এখানে তোমাদের এতজনের উপস্থিতি দেখে আমি অনুপ্রাণিত। আজকে তোমরা কারও পাশে দাঁড়ালে তোমাদের পাশেও কেউ না কেউ দাঁড়াবে। তোমরা যদি নিজেদেরকে আজ তৈরি করো, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের দেখে শিখবে।’

অনুষ্ঠানে মেডিকেল কলেজের নবাগত ৪৮তম ব্যাচ ছাড়াও কলেজের শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও মেডিসিন ক্লাবের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

মেডিসিন ক্লাব রংপুর মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর