Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসি’র ৫ কর্মকর্তাসহ ৪৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা


২২ জানুয়ারি ২০১৯ ২১:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাস্তা হিসেবে রেকর্ড হওয়া ভূমি লিজ নিয়ে দুর্নীতি করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তাসহ ৪৮ জনের বিরুদ্ধের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ৯৮০ বর্গফুট রাস্তা (আবেদনকারীরা প্রত্যেকে ৪৫ বর্গফুট) বরাদ্দ নিয়ে দণ্ডবিধির ৪৭৭ এ/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার আসামিরা হলেন, ডিএসসিসি’র সাবেক প্রশাসক খলিলুর রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল, সম্পত্তি বিভাগের সাময়িক বরখাস্ত হওয়া জরিপ কর্মকর্তা মুহাম্মদ মুরাদ হোসেন, মুহাম্মদ বাচ্চু মিয়া এবং তাসাব্বির হোসেন, শহিদুল হাসান সাগর, গিয়াস উদ্দিন, সারোয়ার হাসান আলো, এ. এস. এম. এ কাদের, ফাহমিদা আক্তার কুমকুম, সুরাইয়া আক্তার, ফারিয়া আক্তার নিশা, ফরহাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, মফিজুর রহমান পাবেল, ফারুক হোসেন, মানিক মানবিক, আব্দুল আজিজ, প্রাণতোষ চন্দ্র সরকার, মোহাম্মদ হাবিবুল হক, এহেসান উদ্দিন সাহিন, হাফিজ উদ্দিন পাবেল, সামিনুল ইসলাম, রফিকুল বারী চৌধুরী, এনামুল হক, আ. হাদি, হাজী আবুল হোসেন, ইকবাল হাওলাদার, মনিরুজ্জামান, আহমেদ ইমতিয়াজ মন্নাফী, রশিদুল হক ভুইয়া, আকলিমা মালেক নিপা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, নার্গিস ইসলাম, শফিকুল ইসলাম, আবিদ রশিদ, এম, আনোয়ার পারভেজ, মো. আরমান, জামিল আহ্মেদ চিশতী, সালেহ মোহাম্মদ কবির, বাতেনুর হক বাঁধন, মো. রানা, সুনীল চন্দ্র পাল, মোকলেসুর রহমান, নূরজাহান বেগম ও এহসানুল আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর