Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৪ দল ঐক্যবদ্ধ, কোনো বিভ্রান্তি নেই’


২২ জানুয়ারি ২০১৯ ২২:১৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দল নিয়ে কোনো বিভ্রান্তি ও সংশয় নেই এবং যে প্রাসঙ্গিকতায় ১৪ দল ঐক্যবদ্ধ হয়েছিল, সেই প্রাসঙ্গিককতা এখনও বিদ্যমান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

আলোচনায় মোহাম্মদ নাসিম বলেন, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। ১৪ দল একটি আদর্শিক সংগঠন, আদর্শিক জোট। এটা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য ১৪ দলের জন্ম হয়েছিল, গণতন্ত্রের জন্য জন্ম হয়েছিল। এই ১৪ দল নিয়ে কোনো বিভ্রান্তি নয়, কোনো সংশয় নয়। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ছিল, থাকবে।

নতুন সরকারের পথচলায় আগামীতে ১৪ দলের তিনটি লক্ষ্যের কথা তুলে ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘প্রথমত, আগামী দিনগুলোতে শেখ হাসিনার সরকারকে চোখের মনির মতো রক্ষা করা; দ্বিতীয়ত, সরকার ভুলত্রুটি করলে তা সুষ্পষ্টভাবে ধরিয়ে দেওয়া; এবং তৃতীয়ত, শেখ হাসিনার বিরুদ্ধে কখনও চক্রান্ত হলে ফের ময়দানে লড়াই করা। এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে ১৪ দল কাজ করছে এবং করবে।’ বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ হাসিনার লক্ষ্য অর্জন পর্যন্ত ১৪ দল তার পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় চার নেতা বাংলাদেশের রাজনীতিতে অনুকরণীয় উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, মোশতাকের মতো বেঈমানরা এ দেশে জন্মগ্রহণ করেছিল। কিন্তু তার সঙ্গে জাতীয় চার নেতা জীবন দিয়ে প্রমাণ করেছেন, বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেঈমানি করতে পারি না, বাংলার জনগণের সাথে বেঈমানি করতে পারি না। আমি চিরদিন বলেছি, চিরদিন বলব— মোশতাকের মতো কোনো বেঈমানের সন্তান আমি নই, সাহসী পিতার সন্তান আমি। যিনি জীবন দিয়েছেন, কিন্তু নেতার সঙ্গে আদর্শের সঙ্গে বেঈমানি করেননি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমরা সম্প্রতি একটি অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। বাংলাদেশের রাজনীতিতে আমরা ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য লড়াই করেছিলাম এবং সেই লড়াই করতে গিয়ে আমাদের স্বৈরাচারী শাসনের মুখোমুখি থেকে অধিকার আদায়ের ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে আমরা এবার ধারণা করেছিলাম, এবারের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সেই অধিকারটি সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। আমরা সেই নির্বাচনটি অতিক্রম করে এসেছি এবং সেই অভিজ্ঞতা যেটি আমাদের হয়েছে, সেটি নিয়ে বিভিন্ন বিচার-বিশ্লেষণ হতে পারে।

‘তবে একটি কথাই আমরা বলতে পারি, এই ক্ষেত্রে এসে আমাদের যেন কোনো আত্মশ্লাঘা না ঘটে। আমাদের মধ্যে যেন কোনো আত্মসুখস্মৃতি না আসে। আমরা নিরঙ্কুশ বিজয় পেয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বিজয় যেমন একদিকে আমাদের সবার জন্য আনন্দের, আবার সবার জন্য দায়িত্বেরও। কারণ এই ধরনের বিজয় খুব স্বাভাবিকভাবেই আমাদের আত্মম্ভরী করে তোলে।

মেনন বলেন, সময়ে আমাদের এই বিজয়কে কেন্দ্র করে ১৪ দলের অবস্থান ও স্থিতি নিয়েও নানা ধরনের প্রশ্ন বা বিতর্ক উত্থাপতি হয়েছে। আমার দল খুব স্পষ্টভাবে মনে করে, ২০০৪ সালে যে প্রাসঙ্গিকতায় আমরা ১৪ দল ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান এবং সেটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

ওয়ার্কার্স পার্টির প্রধান বলেন, ‘আমাদের জন্য বিজয় আনন্দের, কোনো সন্দেহ নেই। আমরা বহু বিজয় দেখেছি। একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় দেখেছি, ঊনসত্তরে গণঅভ্যুত্থানের বিজয় দেখেছি, আমরা নব্বইয়ে গণঅভ্যুত্থানের বিজয় দেখেছি। কিন্তু কোনো বিজয়ই আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। আমরা আশা করব, আমরা যেন এই বিজয়কে ধরে রাখতে পারি এবং সত্যিকার অর্থে ২০২১ সালের বাংলাদশের সুবর্ণজয়ন্তীতে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হতে পারি।’

জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ একাংশের) কার্যকরি সভাপতি মইন উদ্দিন খান বাদল বলেন, দলের প্রতি এ ধরনের আনুগত্য ইতিহাসে নেই বললেই চলে। একদিকে ফ্যাসিবাদী সামরিক চক্র, খুনী চক্র, অন্যদিকে গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখার প্রশ্ন— এ  ধরনের আত্মত্যাগ আ নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/টিআর

১৪ দল মোহাম্মদ নাসিম রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর