টিভি চ্যানেলের নারী কর্মীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ১
২৩ জানুয়ারি ২০১৯ ১৭:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের এক নারী নিরাপত্তা কর্মীকে মারধর ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগে আলমগীর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বনানী থানায় মামলা হলে আলমগীরকে গ্রেফতার দেখানো হয়। এর আগে বুধবার (২৩ জানুয়ারি) ভোরবেলা রাজধানীর মহাখালী আমতলী থেকে আলমগীরকে আটক করে পুলিশ।
জানা যায়, চ্যানেল টোয়েন্টিফোরের ওই নারী নিরাপত্তাকর্মী অন্যান্য দিনের মতো বুধবার ভোরবেলা কর্মস্থলে আসতে রাজধানীর মহাখালীর আমতলিতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ভোরের দিকে রাস্তায় লোকজন তেমন একটা ছিল না। তাকে একা দেখে কিছুক্ষণ পর আলমগীর নামে গ্রেফতার হওয়া যুবক তাকে কুপ্রস্তাব দেন। মেয়েটি এর কড়া প্রতিবাদ জানায়। পরে শুরু হয় টানাটানি। মেয়েটি চিৎকার শুরু করলে লাঠি দিয়ে আঘাত করেন আলমগীর।
একই সময় পাশ দিয়ে গুলশান-১ এর দিকে যাচ্ছিলেন ক্যান্টনমেন্ট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) (সম্প্রতি এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) তাপস কুমার দাস। মেয়েটির চিৎকার শুনে গাড়ি থামিয়ে এগিয়ে আসেন পুলিশের ওই কর্মকর্তা। পুলিশকে দেখে আলমগীর দৌড়ে পালাতে চাইলে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও গাড়ির ড্রাইভার তাকে ধরে ফেলেন। আলমগীরের ছোটভাই ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মেয়েটির মুখে রক্তাক্ত অবস্থা দেখে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক মেয়েটির ঠোঁটে পাঁচটি সেলাই করেন।
বুধবার বেলা ১২টার দিকে আলমগীরকে আসামি করে নারী-শিশু নির্যাতন আইন এবং আহত হওয়ার ঘটনায় মামলা করেন নির্যাতিত মেয়েটি। আর আলমগীরের ছোটভাই নির্দোষ হওয়ায় সাংবাদিকদের উপস্থিতিতেই তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বর্নণা দিয়ে সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, ‘নাইট ডিউটির অংশ হিসেবে ভোর ৫টার কিছু পর মহাখালী দিয়ে গুলশানের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি মেয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছে আর একজন যুবক মারছে। পরে কাছে গিয়ে ওই যুবককে আটক করা হয়। ওই ছেলেটি কড়াইল বস্তি এলাকায় মাছের ব্যবসা করে বলে জানিয়েছে। একটি মেয়েকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পেরে তাপস কুমার দাস স্বস্তি প্রকাশ করেন।
চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার রাশেদ নিজাম বলেন, ‘সাহসী ভূমিকার জন্য পুলিশ কর্মকর্তা সহকারী কমিশনার তাপস কুমার দাসকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। আমাদের একজন সহকর্মীকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
সারাবাংলা/ইউজে/একে