Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিক ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা              


২৩ জানুয়ারি ২০১৯ ১৮:১২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জালিয়াতির মাধ্যমে প্রায় ৮ কোটি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার (২৩ জানুয়ারি) রাজধানীর গুলশান থানায় এ মামলা করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন—বেসিক ব্যাংকের ডিজিএম মো. ইমরুল ইসলাম, ডিজিএম শাকির মাহমুদ শরফুদ্দীন, ডেপুটি জেনারেল ম্যানেজার (বর্তমানে বরখাস্ত) মো. শাহ আলম ভুইয়া, সাবেক শাখা ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) আসিফ আহমেদ ও সাবেক অ্যাডভান্সড অফিসার ফারুক আহমেদ ভুইয়া।

বিজ্ঞাপন

বেসিক ব্যাংকের বাইরে অন্য আসামিরা হলেন—মেসার্স পিসি এভিনির মালিক রোজিনা আহম্মেদ, রমনার বাসিন্দা মোশারফ হোসেন, তোপখানার মোয়াজ্জেম হোসেন, তোপখানার মোতালেব হোসেন, তোফখানার মোফাজ্জল হোসেন, ভূঁইয়া এসোসিয়েটসর পরিচালক  ইঞ্জিনিয়ার এম (মোশারফ) হোসেন ভুঁইয়া, ভুঁইয়া এসোসিয়েটসর কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইনস্ট্রক্টর (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) খলিলুর রহমান ভূইয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে গুলশান শাখা থেকে  ৬ কোটি ৩৭লাখ ৮৫ হাজার ৩৯ টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। বর্তমানে সুদাসলে এই টাকার পরিমাণ ৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার ৩৯৩ টাকা।

সারাবাংলা/ইএইচটি/এমএনএইচ

দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর