Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ


২৩ জানুয়ারি ২০১৯ ২০:৩৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২১:৩০

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। বুধবার (২৩ জানুয়ারি) তিনি গণভবনে এ স্বাক্ষাৎ করেন।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেসসচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের ভূমিকার প্রশংসা করেন।

অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদও এ সময় তার দায়িত্ব পালনকালে এবং নৌবাহিনীকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান।

অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন এবং আগামী ২৬ জানুয়ারি তিনি অবসরে যাচ্ছেন। সূত্র: বাসস।

সারাবাংলা/এমআই

নৌ বাহিনী প্রধান প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর