আবুল হোসেনকে দুদকের আনুষ্ঠানিক দায়মুক্তি
২৩ জানুয়ারি ২০১৯ ২০:৫৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পদ্মাসেতুর টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ থেকে আনুষ্ঠানিকভাবে দায়মুক্তি পেয়েছেন তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে মঙ্গলবার (২২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, কয়েক বছর আগেই তিনি দায়মুক্তি পেয়েছেন। হয়তো কোনো কারণে তিনি চিঠি পাননি। তাই নতুন করে দায়মুক্তির চিঠি ইস্যু করা হয়েছে।
দুদক সূত্র জানায়, এর আগে আবুল হোসেনকে দায়মুক্তি দেওয়া হলেও তিনি চিঠি পাননি। ফলে তার আবেদনের প্রেক্ষিতে নতুন করে দায়মুক্তির চিঠি ইস্যু করা হয়। আবুল হোসেনের দায়মুক্তির ওই চিঠিতে সই করেছেন দুদক সচিব ড. শামসুল আরেফিন।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আবুল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে পাওয়া তথ্য ও রেকর্ড থেকে দেখা গেছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।
এর আগে, ২০১২ সালে পদ্মাসেতুর টেন্ডার প্রক্রিয়ায় ঘুষ, দুর্নীতির অভিযোগ তোলে দাতা সংস্থা বিশ্বব্যাংক। পরে দুর্নীতি সংক্রান্ত ওই অভিযোগের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।
সারাবাংলা/ইএইচটি/এটি