প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন শাহ আলী ফরহাদ
২৩ জানুয়ারি ২০১৯ ২১:৩১
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। বুধবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপণ উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়। এর ফলে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিব পদ মর্যাদা পাবেন।
প্রজ্ঞাপন জারির পর শাহ আলী ফরহাদ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলাম আজ। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাকে এই সম্মানজনক দায়িত্ব দেওয়ার জন্য। দায়িত্বটি বড়। সততা ও পরিশ্রমের মাধ্যমে নেত্রীর এই আস্থার প্রতিদান দিতে সবার দোয়া ও সহায়তা কামনা করছি।’
২০১২ সালে বারিস্টার অ্যাট ল’ ডিগ্রি নিয়ে ফরহাদ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলো। ২০১৪ সালের এপ্রিল থেকে সিআরআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নের উপকমিটির সদস্য ছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান। এর আগেও মেয়াদেও তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করেছেন।
সারাবাংলা/এমআই