।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় সুমাইয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হাবিল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। মৃত সুমাইয়া খাতুন উপজেলার কাশিমাড়ি গ্রামের সোহরাব হোসেন তরফদারের মেয়ে।
শ্যামনগর থানার (ওসি) হাবিল হোসেন বলেন, কাশিমাড়ি বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো বাবা-মেয়ে। মেয়েকে দোকান থেকে মিষ্টি কিনে দিচ্ছিলো বাবা সোহরাব হোসেন। হঠাৎ দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। সুমাইয়া খাতুনকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির পরিবার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমএইচ