Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে আটক ৪


২৪ জানুয়ারি ২০১৯ ০৯:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ : ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। আটক চারজন হলেন-চুয়াডাঙ্গার নিশ্চিন্দিপুর গ্রামের শাহীন ইসলাম (২২), চট্টগ্রাম সীতাকুন্ডের বড় দারোগা হাটের শাখাওয়াত করিম (৩৬), সিলেট মোগলাবাজার ষাটঘর গুটাটিঘর গ্রামের নাসরিন আক্তার (২১) এবং সদর কোতোয়ালির চকছত্রপুরের সিয়াম আল মাহমুদ(১৯)।

শিবলি সাদিক বলেন, ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে তিনজন পুরুষ ও এক নারী ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামে। সঙ্গে সঙ্গেই তাদের আটক করা হয়। তবে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি র‌্যাব।

ওই চারজন অনেকদিন ধরেই র‌্যাবের নজরদারিতে ছিলেন বলে জানান শিবলি সাদিক। অনলাইন এবং মোবাইলেও তাদের উপর নজর রাখা হচ্ছিল।

সারাবাংলা/এসএমএন

জঙ্গি ময়মনসিংহ র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর