Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরসিজি ৪র্থ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


২৪ জানুয়ারি ২০১৯ ১১:২৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক-বেসামরিক মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপের (আরসিজি) চতুর্থ সম্মেলন শুরু হয়েছে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়েছে। সম্মেলন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

আরসিজি চতুর্থ সম্মেলনে ২৬টি দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থার (ইউএনওসিএইচএ) উদ্যোগে সামরিক ও বেসামরিক সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ২০১৪ সালের মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম হিসেবে আরসিজি গঠন করা হয়। আরসিজির প্রথম সম্মেলন ২০১৫ সালের থাইল্যান্ডের ব্যাংককে, দ্বিতীয় সম্মেলন ২০১৬ সালে ফিলিপাইনে ও তৃতীয় সম্মেলন ২০১৭ সালের সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর