Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু


২৪ জানুয়ারি ২০১৯ ১১:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী : রাজশাহীতে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে জেলার গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামাল (৪৫)। তিনি উপজেলার ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জামাল একজন রাখাল ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার (২৩ জানুয়ারি) রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফ এর চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা কয়েকজন রাখাল মৃতদেহটি নিয়ে পালিয়ে আসে।

বিজিবি’র সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভারতে অনুপ্রবেশের কারণেই জামালসহ কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর