Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ থেকে ‘মিট অ্যান্ড বোন মিল’ আমদানি করা যাবে না: আহকাব


২৪ জানুয়ারি ২০১৯ ১৬:১১

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: ইউরোপিয় ইউনিয়নভূক্ত (ইইউ) কোনো দেশ থেকে আপাতত ‘মিট অ্যান্ড বোন মিল’ আমদানি করা যাবে না বলে জানিয়েছে এনিম্যাল হেলথ কোম্পানি ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)। ‘মিট অ্যান্ড বোন মিল’ হচ্ছে মাংস ও হাড়ের তৈরি এক ধরনের পশুখাদ্য।

‘মিট অ্যান্ড বোন মিল’ আমদানি বিষয়ে সংশোধিত শর্তাবলী নিয়ে আহকাবের প্রেসিডেন্ট এ কে এম আলমগীর স্বাক্ষরিত এক নোটিশে একথা বলা হয়েছে। গত মঙ্গলবার (২২ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এর সদস্যদের এসব শর্তাবলী মেনে চলার আহ্বান জানায়।

‘আহকাব’ হচ্ছে বাংলাদেশে প্রাণিজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উত্পাদনকারী, আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানসমূহের বাণিজ্যিক সংগঠন।

সংশোধিত শর্তাবলী অনুসারে, এখন থেকে আহকাব সদস্যদের মিট অ্যান্ড বোন মিল আমদানির ক্ষেত্রে বিশ্ব প্রাণী সংস্থার (ওআইই) গাইড লাইন অনুসরণ করতে হবে। বোভাইন স্পঞ্জিফর্ম এন্সেফালোপ্যাথির (বিএসই) ঝুঁকি রয়েছে এমন দেশ থেকে মিট অ্যান্ড বোন মিল আমদানি করা যাবে না। তবে আপাতত ইউরোপিয় ইউনিয়নভূক্ত কোনো দেশ থেকে মিট অ্যান্ড বোন মিল আমদানি না করার কথা বলা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আহকাব তাদের সংশোধিত শর্তাবলীতে লিখেছে, নিজস্ব ম্যানুফাকচারিং প্ল্যান্ট আছে এমন প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে হবে। আমদানিকৃত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হবে। আমদানিকৃত পণ্যের প্যাকেটের গায়ে পণ্যের নাম, উৎস্য প্রাণির নাম, উপাদানসমূহ, উৎপাদনকারী কোম্পানি ও দেশের নাম উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া আমদানিকৃত পণ্যের প্যাকেটের আকার ৫০ কেজি থেকে ১০০ কেজি পিপি ব্যাগ হতে হবে।

আহকাব জানিয়েছে, এছাড়া শুকরের উপজাত থেকে তৈরি মিট অ্যান্ড বোন মিল আমদানি করা যাবে না। পণ্যের প্যাকেটের গায়ে শুকরের উপজাতমুক্ত স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে।

আহকাবের সংশোধিত শর্তাবলীতে আরও বলা হয়, প্রতি বছরের শুরুতে প্রাণিসম্পদ অধিদফতর পণ্য আমদানিকারকের কাছ থেকে আমদানির বার্ষিক চাহিদা গ্রহণ করবে। কোনো আমদানিকারক তার নির্ধারিত বার্ষিক কোটার বেশি আমদানি করতে পারবে না।

আমদানিকারককে রফতানিকারক দেশের যথাযথ সরকারি ভেটেরিনারি কর্তৃপক্ষ থেকে পণ্যটি রেডিয়েশনমুক্ত, শুকরের উপজাত মুক্ত; ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক ক্লোরামফেনিকল ও নাইট্রোফিউরানমুক্ত; ক্রোমিয়াম, টেনারি উপজাত ও মেলামাইনমুক্ত কিনা সে বিষয়ে প্রত্যয়নপত্র দাখিল করার কথাও জানিয়েছে আহকাব।

এছাড়া অন্যান্য প্রাণির উৎস হতে ‘মিট অ্যান্ড বোন মিল’ আমদানির ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে রফতানিকারক দেশ বিএসই, ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এন্সেফালোপ্যাথি (টিএসই), সালমোনেলা, অ্যানথ্রাক্স ও টিবিমুক্ত বিষয়ক সনদ থাকতে হবে। প্রয়োজনে তা যাচাই করা হবে।

প্রযোজ্য ক্ষেত্রে কোনো পণ্য আমদানির পর প্রাণিসম্পদ অধিদফতরের প্রতিনিধিরা পণ্যের নমুনা পরীক্ষা করে দেখতে পারেন। এক্ষেত্রে আমদানিকারককে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে।

সারাবাংলা/আরএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর