Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে পণ্যবোঝাই ২ জাহাজডুবি


২৪ জানুয়ারি ২০১৯ ১৬:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে নোয়াখালীর ভাসানচর এলাকায় দু’টি পণ্যবোঝাই জাহাজডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ‘খাজা বাবা ফরিদপুরী’ নামে একটি জাহাজ পুরোপুরি ডুবে গেছে। ‘এন ইসলাম’ নামে আরেকটি জাহাজও প্রায় ডুবে গেছে। দু’টি জাহাজের নাবিকদের মধ্যে একজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে একঘণ্টার ব্যবধানে কাছাকাছি জায়গায় দু’টি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সারাবাংলাকে জানান, খাজা বাবা ফরিদপুরী জাহাজটি ১ হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল পূর্বে গিয়ে জাহাজটি ডুবে যায়। এতে ১৩ জন নাবিক ছিল। ১২ জন উদ্ধার হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ আছেন।

‘আমাদের নির্দেশনা আছে- কমপক্ষে তিনঘণ্টার জোয়ারের সময় হাতে নিয়ে যেন ভাসানচর অতিক্রম করা হয়। জাহাজটি দেড় ঘণ্টা সময় নিয়ে ভাসানচর অতিক্রম শুরু করে। স্বাভাবিকভাবেই জোয়ারের পানি কমতে শুরু করলে ভাটার টানে জাহাজটি ডুবে যায়।’

এদিকে ভাসানচরের কাছাকাছি এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘এন ইসলাম’র তলা ফেটে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান এই কর্মকর্তা।

সেলিম সারাবাংলাকে বলেন, ‘তলা ফেটে জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, ক্যাপ্টেন সেটিকে চরের কাছাকাছি নিয়ে যায়। সেখানে জাহাজটির বড় অংশ ডুবে গেছে। শুধুমাত্র উপরের অংশটি দেখা যাচ্ছে। জোয়ার এলে সেটিও ডুবে যাবে। তবে এখানে যত নাবিক ছিলেন, সবাই নিরাপদে আছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর