Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ, পানির অভাবে ৯০টি ঘোড়ার মৃত্যু


২৪ জানুয়ারি ২০১৯ ১৮:০৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অন্তত ৯০টি বন্য ঘোড়ার মৃতদেহ খুঁজে পেয়েছে বনরক্ষকরা। কর্তৃপক্ষ বলছে মাত্রারিক্ত গরমের কারণে সেখানকার পানিপ্রবাহ শুকিয়ে যাওয়ায় এসব ঘোড়ার মৃত্যু হয়। এছাড়া, এলিস স্প্রিং থেকে উদ্ধার করা হয়েছে মুমূর্ষু অবস্থায় আরও কিছু ঘোড়াকে। খবর বিবিসির।

বেশ কিছুদিন ধরে রেকর্ড উষ্ণতায় অস্ট্রেলিয়ার জনজীবন বিপর্যস্ত। বৃহস্পতিবার অ্যাডিলেডে তাপমাত্রা ছিল ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩৯ সাল থেকে এ তাপমাত্রা সেখানে সর্বোচ্চ।

অস্ট্রেলিয়া, তাপদাহ

স্থানীয় বাসিন্দারা ঘোড়াগুলোর মৃত্যু প্রসঙ্গে বলেন, ঘোড়াগুলোকে না দেখতে পেয়ে তারা বনরক্ষকদের জানান। এত ঘোড়ার মৃত্যু যেন ‘হত্যালীলা’। তারা যা দেখেছেন তা বিশ্বাস করতে পারছেন না।

একটি সংগঠন জানায়, তারা ১২০টি ঘোড়া উদ্ধার করেছে। উদ্ধার করা হয়েছে মরণাপন্ন বেশ কিছু গাধা ও উট। এছাড়া, দেশটির বিভিন্ন রাজ্যে বাদুড়, মাছ ও অন্যান্য প্রাণী মৃত্যুর খবর পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য-সংস্থা নাগরিকদের তাগিদ দিয়েছে যতটা সম্ভব বিশ্রাম নিতে ও ঘরে অবস্থান করতে।

সারাবাংলা/এনএইচ

_____________________________
সবার আগে তথ্য পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: ‍Sarabangla/facebook

ইউটিউবে দেখুন ভিডিও প্রতিবেদন: Sarabangla/youtube

আমাদের ফলো করুন ইনস্টাগ্রাম ও টুইটারে
_____________________________

প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।

অস্ট্রেলিয়া তাপদাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর