বাড্ডায় বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
১৬ জানুয়ারি ২০১৮ ১৫:৩৮
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে হনুফা বেগম (৫৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উত্তর বাড্ডার সবজির গলির চ/৫৯/বি নম্বর ৪তলা বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত আব্দুল জলিলের স্ত্রী হনুফা।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, প্রায় ১৯ বছর ধরে হনুফা উত্তর বাড্ডায় গৃহকর্তা ইয়াসিন আরাফাতের বাসায় গৃহকর্মীর কাজ করতো।
গৃহকর্তার বরাত দিয়ে এসআই জানায়, গত রাতের শেষ দিকে বাসার সবার অগোচরে জানলার গ্রীলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় হনুফা। তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।
এসআই জানান, ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে।
সারাবাংলা/এসএস/এমআই