ভৈরবে সি আইজির মাধ্যমে উন্নত জাতের গাভী পালন
২৪ জানুয়ারি ২০১৯ ২০:২৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ভৈরব: কমন গ্রুপ ইন্টারেস বা সিআইজির মাধ্যমে ভৈরবে উন্নত জাতের গাভী পালনে খামারিদের আগ্রহ দিন দিন বাড়ছে।
এরই অংশ হিসেবে এনএটিপির সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উন্নত জাতের গাভী পালনে ১২ জন খামারি প্রশিক্ষণ নেয় । প্রশিক্ষণ শেষে প্রান্তিক খামারিদের মাঝে প্রত্যেককে ৪ বস্তা করে গাভী পালনে উন্নত জাতের খাদ্যদ্রব্য, প্রশিক্ষণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম।
প্রাণিসম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানের ভৈরব উপজেলার পৌর শহর ও ৭টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের দুধ উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত পণ্যের বাজার মূল্য প্রাপ্তিতে ১২টি সিআইজি সমিতি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য আছেন ২০জন করে।
এসব সমিতির সদস্যরা নিজেদের সঞ্চিত টাকা জমিয়ে ১শ ৮০ টি গাভী পালন করছেন। এ প্রক্রিয়া চলমান থাকায় দিন দিন গাভীর সংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। এতে করে খামারিরা লাভবান হবে বলে আশা প্রকাশ করছেন উপজেলা প্রাণিসম্পদ অফিস।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, গঠিত সমিতির সদস্যদের নিয়ে প্রতিদিন উঠান বৈঠক করা হয়। সমিতির আওতাধীন গাভী লালন-পালনে বিনামূল্যে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, চিকিৎসাসেবা, টিকা প্রদান, প্রয়োজনীয় কৃমিনাশক টিকা প্রদানসহ আইল্যান্ড থেকে আমদানি করা পাকচং ঘাস বিনামূল্যে সরবরাহ করা হয়।
এছাড়া, গবাদি পশু পালনে খামারিদের প্রশিক্ষণ, প্রশিক্ষণ ভাতা ও খরচ যোগাতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এতে করে দারিদ্র বিমোচন, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির চাহিদা অনেকাংশে পূরণ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান ও প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা তানজিলা জাহান ইভা প্রমুখ।
সারাবাংলা/এনএইচ