চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু
২৪ জানুয়ারি ২০১৯ ২০:৪৭
।। সারাবাংলা ডেস্ক ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চারদিনের আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন। প্রতীকী জাতিসংঘ সংস্থা (সিইউমুনা) এই সম্মেলনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, নতুন প্রজন্ম দেশের শক্তি। দেশ ও জাতির ভবিষ্যৎ। তরুণদের অদম্য শক্তি যথাযথভাবে কাজে লাগাতে হবে। যদি আমরা তাদের অদম্য শক্তি কাজে লাগাতে না পারি, তাহলে দেশ ও জানি এগিয়ে যাবে না।
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য হচ্ছে, জঙ্গি-সন্ত্রাস-মাদক ও দুর্নীতি নির্মূল করা। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। জঙ্গি, সন্ত্রাস ও মাদক রুখতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং সিইউমুন’র ট্রাস্টি বোর্ডের সদস্য আমজাদ হোসেন দিনার সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলন চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
সারাবাংলা/আরডি/এনএইচ