Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জবি ছাত্র নিহত


২৪ জানুয়ারি ২০১৯ ২১:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ.এস.এম জুলহাস মারা গেছেন। এ সময় তার বড় ভাই এ.কে.এম জাকারিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ.এস.এম জুলহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বগুড়া জেলার বৃন্দাবন পাড়ার তারাজুল ইসলামের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, ঢাকা থেকে মোটর সাইকেলযোগে বগুড়ায় যাচ্ছিলেন জুলহাস ও তার বড় ভাই জাকারিয়া। তারা ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়।

পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়।

সারাবাংলা/একে

জবি ছাত্র সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর