দুদক কর্মকর্তা পরিচয় ঘুষের টাকা আনতে গিয়ে আটক
২৪ জানুয়ারি ২০১৯ ২২:২৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ২২:৩২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ভুয়া দুদক কর্মকর্তার পরিচয় দিয়ে দাবি করা ঘুষের ২ লাখ টাকা আনতে গিয়ে দুদকের হাতে ধরা পড়েছেন হাসান মুন্না ওরফে রফিক (২৪) নামে একজন ভুয়া দুদক কর্মকর্তা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভিআইপি রোডের গোল্ডেন প্লেট রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয় বলে রাতে সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি সারাবাংলাকে জানান, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের (জনসংযোগ) পিএ পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলীকে টেলিফোনে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। এরপর তার সন্দেহ হলে তিনি কমিশনে এসে বিষয়টি জানান। এরপর কমিশনের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর তত্ত্বাবধানে চার সদস্যদের একটি প্রতিনিধি টিম তাকে ঘুষের টাকাসহ গ্রেফতার করে।
প্রণব কুমার আরও জানান, দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে দলের অন্য সদস্যরা ছিলেন, উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান, সহকারী পরিচালক জাহিদ কালাম ও মুহাম্মদ জয়নাল আবেদীন। প্রতারণার দায়ে নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা করেছেন।
সারাবাংলা/এসজে/এমআই