Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর


১৬ জানুয়ারি ২০১৮ ১৬:১১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের যুক্তিতর্ক শেষে অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া খালেদা জিয়ার পক্ষে স্থায়ী জামিনের আবেদন করেন।

ঢাকার বিশেষ জজ ড. মো.আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার স্থায়ী জামিন নামঞ্জুর করেন।

তিনি আদালতকে বলেন, খালেদা জিয়া ব্যক্তিগত ও শারীরিকভাবে অসুস্থ থাকায় আগামি ১৭ ও ১৮ তারিখে নির্ধারিত হাজিরা থেকে অব্যাহতি চান।

আবেদন শেষে আদালত তা নামঞ্জুর করেন এবং ৩০ মিনিটের বিরতি দেন। বিরতির পর আদালত জিয়া অরফানেজ ট্রাস্টের অন্য আসামি শরফুদ্দিন আহমেদ এর পক্ষে অ্যাডভোকেট আহসানুল্লাহ যুক্তিতর্ক তুলে ধরেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাকি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামিকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

সারাবাংলা/এআই/এমআই

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর