Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতার কার্যালয়ের প্রধান হিসেবে সহপ্রতিষ্ঠাতাকে নিয়োগ তালিবানের


২৫ জানুয়ারি ২০১৯ ১২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কাতারে রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে এক সহপ্রতিষ্ঠাতাকে নিয়োগ দিয়েছে জঙ্গি গোষ্ঠী দ্য আফগান তালিবান। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এক ঘোষণায় এমনটা জানিয়েছে দলটি।

আফগানিস্তানে সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে তালিবান। সম্প্রতি যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের শান্তি আলোচনা চলছে। এর মধ্যে নতুন এই নিয়োগের ঘোষণা দেওয়া হল।

বৃহস্পতিবার আব্দুল ঘানি বারাদারকে তালিবানের কাতার কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে, একইদিন কাতারের রাজধানী দোহায় মার্কিন বিশেষ শান্তিদূত জালমায় খলিলজাদের সঙ্গে তালিবান প্রতিনিধিদের মধ্যকার বৈঠক চতুর্থ দিন পর্যন্ত গড়িয়েছে। যদিও প্রাথমিকভাবে বৈঠকটি দু’দিনব্যাপী হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তালিবান বলেছে, তাদের দলের মধ্যে রদবদল আনা হয়েছে। রদবদলের অংশ হিসেবে আফগানিস্তানের একাধিক প্রদেশে ছায়া গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। চলমান আলোচনা যথাযথভাবে সামলানোর জন্যই এই রদবদল আনা হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে, তালিবান-যুক্তরাষ্ট্র আলোচনা শুক্রবার (২৫ জানুয়ারি) পর্যন্ত গড়াবে কিনা বা বারাদার আলোচনায় যোগ দেবে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

তবে এক তালিবান কর্মকর্তা জানিয়েছে, বারাদার খুব শিগগিরই কাতারে পৌঁছাবেন। তাকে এই পদ দেওয়ার পেছনে কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র চাইছিল শান্তি আলোচনায় জ্যেষ্ঠ তালিবান নেতারা অংশগ্রহণ করুক।

সারাবাংলা/ আরএ

কাতার তালিবান নেতা নিয়োগ