Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি. লিট পেলেন প্রণব মুখার্জী


১৬ জানুয়ারি ২০১৮ ১৭:০০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে সম্মানসূচক ডি. লিট (ডক্টর অব লেটারস) উপাধিতে ভূষিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান কর হয়।

প্রণব মুখার্জিকে দুপুর ১টা ৪৫ মিনিটে ডি. লিট ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপরই প্রণব মুখার্জীর হাতে ডিগ্রি সনদ ও ক্রেস্ট তুলে দেন তিনি।

এ সময় অনুষ্ঠানস্থলে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। ডিগ্রি গ্রহণকালে ভারতের সাবেক এ রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শহর থেকে প্রণব মুখার্জির গাড়িবহর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। এ সময় তাকে স্বাগত জানান চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

অভ্যর্থনা শেষে প্রণব মুখার্জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে বিশেষ সমাবর্তনে অংশগ্রহণ করেন তিনি।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর