Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী


২৫ জানুয়ারি ২০১৯ ১৯:৩০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতারে একযোগে এ ভাষণ প্রচার করা হচ্ছে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করার জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করছি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমরা এ বিশাল বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমি দেশবাসী, নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সারাবাংলা/এনআর/একে

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর