Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমেলায় দর্শনার্থীর ঢল, খুশি বিক্রেতারা


২৫ জানুয়ারি ২০১৯ ১৮:১২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দর্শনার্থীর ঢল নেমেছে। বিপুল সংখ্যক দর্শনার্থী সমাগমে জনসমুদ্রে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ। প্রতিটি স্টল আর প্যাভিলিয়নে লক্ষ্য করা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনাও অন্য যেকোনো দিনের চেয়ে আকাশচুম্বী। ফলে বিক্রেতাদের মুখে ফুটেছে হাসির আভা।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ মেলার ১৭তম দিন। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার নিয়ে অনেকে এসেছেন মেলায়। অনেকে এসেছেন বন্ধুদের সাথে নিয়ে।

তিতুমীর কলেজের শিক্ষার্থী তৌসিফ খান মেলায় আসা প্রসঙ্গে সারাবাংলাকে বলেন, ঘুরতে এসেছি। পছন্দ হলে কিছু কেনাকাটাও করবো।

উত্তরা থেকে আসা শুভাশিস চক্রবর্তী বলেন, ছুটির দিন। তাই বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। মেলার পরিবেশ ভালো। তবে আজ শুধু মানুষ আর মানুষ।

পরিবারসহ মেলায় ঘুরতে এসেছে এমনই দম্পতি রুবিনা-সাকিব। সকাল থেকেই ঘুরে বেড়িয়েছেন মেলা প্রাঙ্গণ। খাওয়া দাওয়াও করেছেন। কেনাকাটাও করেছেন তারা। রুবিনা বলেন, নিজের জন্য কিছু কসমেটিকস কিনেছি। আরও কিছু কেনাকাটার ইচ্ছে আছে।

এদিকে মেলায়  বিক্রি প্রসঙ্গে  দিল্লী এলুমিনিয়াম নামে এক স্টলের বিক্রয়কর্মী আরিফ জানান, শুক্রবার হওয়ায় আজ ক্রেতা অনেক বেশি। বেচাকেনাও ভালো। আরেক দোকানী আলামিন বলেন, দর্শনার্থী রয়েছে। তবে আমাদের বেচাকেনা কম।

শীতের কাপড়ের ব্র্যান্ড সারার বিক্রয়কর্মী ফায়জুল ইসলাম রাকিব সারাবাংলাকে বলেন, ১ হাজার টাকার ভেতরে বিভিন্ন ধরনের শীতের কাপড় মিলছে। অন্যদিনের চেয়ে আজ বেচাকেনাও বেশি।

বিজ্ঞাপন

তবে কোনো কোনো দোকানী বলছেন ক্রেতা থাকলেও তেমন বেচাকেনা নেই।

হাউজহোল্ডের দোকান আজমেরী প্যাভিলয়ন মবিনুল ইসলাম বলেন, মানুষজন আছে। তবে বেচাকেনা ওইভাবে হচ্ছে না।

ইন্ডিয়ান প্যাভিলিয়িনের রিগস হারভাসের বিক্রয়কর্মী সুদীপ সরকার বলেন, ক্রেতা অনেক বেশি হলেও বেচাকেনা কম।

ইরানি পণ্য সম্ভারের বিক্রয়কর্মীও একই কথা বলেছেন৷

কাপড়ে দোকান সী বি সাবিকুন নাহার জানান, এখন পর্যন্ত দিনে সর্বোচ্চ বেচাকেনা ছিল ২৪ হাজার। আজও বেচাকেনা ভালো।

মেলা ঘুরে দেখা গেছে প্রায় সব স্টলেই কমবেশি ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে।

এদিকে দর্শনার্থীদের চাপে মেলা প্রাঙ্গণের আশেপাশের সবকটি রাস্তায় তৈরি হয়েছে যানজট। মহাখালীতে মেলামুখী অনেক দর্শনার্থীকে পরিবহন সংকটে পড়তেও দেখা গেছে। বিজয়স্মরণি, ফার্মগেট, মিরপুর, আসাদগেটসহ আশেপাশের এলাকা থেকে অনেককে পায়ে হেঁটেও মেলায় আসতে দেখা যায়।

সারাবাংলা/ইএইচটি/এনএইচ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর